অডিও উপন্যাস আম আঁটির ভেঁপু

আম আঁটির ভেঁপু Aam Antir Venpu

সম্পূর্ণ শ্রুতি-উপন্যাস। এক থেকে উনবিংশ পর্ব।

।। আম আঁটির ভেঁপু ।।

।। রচনাঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।। পাঠঃ রুচিস্মিতা ঘোষ ।।

প্রথম থেকে শেষ অবধি টানা শুনতে হলে

উনিশটি পর্ব আলাদা আলাদা করে শুনতে হলেঃ

একঃ কুঠির মাঠ   দুইঃ আমের কুসি   তিনঃ গ্রীষ্ম-দুপুর   চারঃ দুগগাদিদি   পাঁচঃ নেবুর পাতায় করমচা

ছয়ঃ গুরুমশাই   সাতঃ আতুরী ডাইনি   আটঃ রেলের পথ (প্রথমাংশ)   রেলের পথ (শেষাংশ)   নয়ঃ শকুনির ডিম

দশঃ মুচুকুন্দচাঁপা   এগারোঃ চড়ুইভাতি   বারোঃ সোনার কৌটো   তেরোঃ হলুদ বনে বনে   চোদ্দঃ রাজপুত্র অজয়

পনেরোঃ খয়ের-ভেজা কালি   ষোলঃ বাঁশবাগানে মাছ   সতেরোঃ আগমনীর সুর   আঠারোঃ এই নিশ্চিন্দিপুর

উনিশঃ মনে পড়ে

________

Leave a comment