তোমার গল্প সবাইকে শোনাও

সব্বাইকে গল্প শোনাতে চাও?storytelling

একটা সুন্দর দেখে গল্প বেছে নিয়ে সেইটেকে mp3 বা wav ফর্ম্যাটে রেকর্ড করে ফেলো। তারপর ফাইলটাকে পাঠিয়ে দাও এই ঠিকানায়: joyddhwoni@gmail.com.

যদি বিরাট বড়ো ফাইল হয় তাহলেও কুছপরোয়া নেই। গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে লিঙ্কটা শেয়ার করে  নিয়ে  সে লিংকটাকে শেয়ার করে দাও ওপরের ইমেইল আইডিতে। আমরা তোমার বলা গল্প শুনবো, তারপর মনোনীত হলে  তা সঙ্গেসঙ্গে প্রকাশিত হবে “শব্দগল্পদ্রুম”-এ।

নিয়মঃ

১। ছোটোদের গল্প হতে হবে। 

২। উচ্চারণ আর বলবার ঢং টা একটু শুদ্ধ ও সুন্দর হতে হবে।

৩। পাঠের শুরুতে গল্পটা কার লেখা সেটা অবশ্যই বলে দিতে হবে। আর বলবে তোমার নাম। সবাই যদি নিচে যেরকমভাবে দেওয়া আছে সেইভাবে কথাগুলো বলে তাহলে বেশ ভালো হয় – “জয়ঢাকের উপস্থাপনায় (লেখকের নাম)-এর গল্প – (গল্পের নাম)। গল্প বলছি (গল্পপাঠকের নাম)।” একটা উদাহরণ দিলে বুঝতে আরও সুবিধে হবে – “জয়ঢাকের উপস্থাপনায় লীলা মজুমদারের গল্প – গনশার চিঠি। গল্প বলছি দ্বৈতা গোস্বামী।”

শুরু করে দাও। আজই।

 

Leave a comment